বাসে আগুন, নিতাই ও ফরিদার ফোনালাপ ফাঁস

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে তাতে ‘যুবদলে’র কথা উঠে এসেছে।
আগুন দেওয়ার বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রাই চৌধুরীকে অবহিত করেন ফরিদা ইয়াসমিন পরিচয়ে এক নারী। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে ওই নামে একজনের নাম পাওয়া যায়।
ফোনালাপটি তুলে ধরা হলো:
ফরিদা: দাদা আদাব। আমি ফরিদা বলছি। পার্টি অফিসে তো আমি আটকা পড়েছিলাম এতক্ষণ। ওই যে গাড়ি পুড়াইছে ছেলেপেলে। ১১টার সময় আসছি প্রেস কনফারেন্সে, এখন তো এখানে আটকা পড়ে দেরি হয়ে গেলো।
নিতাই: গাড়ি পুড়াই ফেলছে?
ফরিদা: হ্যাঁ…হ্যাঁ…।
নিতাই: কোন জায়গা?
ফরিদা: এই যে পার্টি অফিসের সামনেই, স্টাফ গাড়ি পুড়াইছে। র্যাব, পুলিশ সব পুড়া পার্টি অফিস ঘেরাও দিয়ে রাখছে।
নিতাই: গাড়ি কোনটা পুড়াইছে?
ফরিদা: স্টাফ…পুলিশের স্টাফ গাড়ি থাকে না? ওগুলোর মধ্যে আগুন দিছে যুবদলের ছেলেরা।
নিতাই: কয়টা, কয়টা গাড়ি?
ফরিদা: পার্টি অফিসের সামনেই। একটা গাড়ি।
Related News

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক : পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।Read More

এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপিত
অনলাইন ডেস্ক : চলমান মহামারি করোনার কারণে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমানেরRead More