মূত্র দিয়ে তৈরি ইটে ভবন নির্মিত হবে চাঁদে!

মূত্র দিয়ে তৈরি হবে ইট। আর সেই ইট দিয়ে চাঁদে নির্মাণ করা হবে ভবন। এমনটি জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের(আইআইএসসি) গবেষকরা। বিজ্ঞানীরা দাবি করছেন, ব্যাকটেরিয়ার মাধ্যমে চাঁদের মাটিতে ভারী কিছু নির্মাণ করা সম্ভব।
এ নিয়ে দেওয়া একটি বিবৃতিতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের পক্ষ থেকে বলা হয়, চাঁদের মাটিতে বাসস্থান তৈরির কাঠামো একত্রিত করার জন্য এই ইট ব্যবহার করা যাবে।
এদিকে এর আগে ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছিল যে চাঁদের মাটিতে কংক্রিট তৈরি করতে মানব মূত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ।
তারা জানিয়েছিল যে যদি কখনও চাঁদে কংক্রিট বানানোর প্রয়োজন পরে সে ক্ষেত্রে মানব মূত্র অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীদের দাবি মানব মুত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ইউরিয়া। আর তা দিয়েই সেখানকার মাটিতে বানানো যাবে কংক্রিট।
জানা গেছে, ভারতের বিজ্ঞানীরাও মানবমূত্র থেকে পাওয়া ইউরিয়া এবং চাঁদের মাটি ব্যবহার করে তৈরি করবে এই ইট।
Related News

সৌন্দর্য চর্চায় কুকুরের মূত্রপান তরুণীর!
অনলাইন ডেস্ক : পৃথিবীতে সুন্দর থাকার জন্য মানুষ কত কিছুই না করে। বিশেষ করে বেশিরভাগRead More

এবার করোনায় আক্রান্ত গরিলা
অনলাইন ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে গরিলা। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো জু সাফারিRead More