Mon. Apr 6th, 2020

Sylhetamarsylhet.com

Online News Paper

স্কলার্সহোমের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকীর ইন্তেকাল

স্কলার্সহোম পূর্ব শাহীঈদগাহ (টিভি গেইট) ক্যাম্পাসের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবীদ, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

হৃদরোগে  আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আজ বুধবার বাদ যোহর শাহী ঈদগাহ জামে মসজিদে (ঈদগাহ ময়দানের উত্তর পাশে) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন।