রোটারী ক্লাব অব সিলেট প্রাইড-এর ২০২১-২০২২ এর নতুন বোর্ড গঠন

রোটারী ক্লাব অব সিলেট প্রাইড-এর ২০২১-২০২২ এর কমিটি গঠন উপলক্ষে বোর্ড সভা গত ২৩ জানুয়ারী শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
নতুন বোর্ড গঠন উপলক্ষে সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইমরান উল্লাহ’র সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে রোটারিয়ান মোঃ মুবিন আহমদকে প্রেসিডেন্ট, রোটারিয়ান আব্দুল মালেক কে প্রেসিডেন্ট ইলেক্ট ও রোটারিয়ান মোঃ জামিউল ইসলাম জনিকে সেক্রেটারী করে রোটারী ক্লাব অব সিলেট প্রাইড-এর ২০২১-২০২২ এর নতুন বোর্ড গঠন করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান আফছর আহমদ বকুল, পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, পিপি রোটারিয়ান জমির উদ্দিন, আই পিপি রোটারিয়ান হুমায়ুন কবির, রোটারিয়ান মনিরুজ্জামান মনি, রোটারিয়ান জমসেদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আর্ত মানবতা এবং দেশ জাতীর কল্যাণে রোটারী ক্লাব সিলেট প্রাইড সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ক্লাবের অতীত ঐতিহ্য সুনাম ধরে রেখে নতুন কমিটির দায়িত্বশীলদেরকে কাজ করার আহবান জানান।
Related News

২০ শতাংশ হাওর ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন
২০ শতাংশ হাওর ভাতার দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন সুনামগঞ্জের শিক্ষক-কর্মচারীরা। বুধবার বেলা ১১টায় নগরীর চৌহাট্টাস্থRead More

১৫ দিন পর ভ্যাকসিন নিলেন মেয়র
১৫ দিন পর করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবারRead More