বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জামালপুর জেলার সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বাউসী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম- সাইদুর রহমান (২৬) ও আকাশ মিয়া (১৪)। নিহত সাইদুর রহমান সরিষাবাড়ি এলাকার চর বরবাড়ীয়ার গ্রামের মোজাম্মেল হক এর ছেলে এবং আকাশ একই গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী জানায়, ওই দিন সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে সাইদুর রহমান ও আকাশ মিয়া দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।
পথিমধ্যে বাউশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে সরিষাবাড়ি থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত কোন মামলা হয়নি। কেউ আটকও হয়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ দুইটি মর্গে পাঠানো হয়েছে।
Related News
পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার নির্দেশনা চেয়ে রিট
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনRead More

সমন্বিত ভর্তি পরীক্ষা ন্যূনতম ফি নেওয়ার সিদ্ধান্ত
সংবাদদাতা : ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় ন্যূনতম ফি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সমন্বিত ভর্তিRead More