চা পাতায় চুল কন্ডিশনিং

চায়ের উপকারিতা সম্পর্কে বললে প্রথমেই আসে মাথা ব্যথা সারিয়ে তোলার কথা। যদিও বৈজ্ঞানিকভাবে তা আসলে কতটা কার্যকর তার কোন ব্যাখ্যা নেই।
চুলের যত্নে চা পাতার ব্যবহার অনেকের কাছে নতুন হতে পারে। আবার কারও কারও কাছে মনে হতেই পারে ভিত্তিহীন। কিন্তু চুল কন্ডিশনিং করতে চা পাতা যথেষ্ট কার্যকরী। আর বর্তমানে যে হারে ভেজাল পণ্য বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে তাতে করে ঘরের পণ্যই ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
যারা বাসায় চা পান করেন তাদের জন্য এ কাজটি আরও বেশি সহজ। কারণ, ব্যবহৃত চা পাতার নির্যাস থেকেও এ কাজ করা সম্ভব।
চা পাতা, প্রয়োজন অনুযায়ী পানিতে দিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে আধা ঘণ্টার মতো। তারপর ঠাণ্ডা করে নিতে হবে।
এবারে চুলগুলোকে শ্যাম্পু করে নিতে হবে। এবং চা পাতা দিয়ে ফুটানো পানিটি দিয়ে চুলটি ধুয়ে নিতে হবে। তারপর হেয়ার ড্রয়ার দিয়ে শুকিয়ে নিতে হবে।
এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট দুর্বল চুলকে মজবুত করে এবং ভিটামিনসমূহ চুলকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। ফলে চুল অনেক বেশি সিল্কি ও শাইনি হবে। এভাবে সপ্তাহে অন্তত তিনবার করতে হবে।
Related News

প্রাকৃতিকভাবে দাঁত সাদা করার উপায়
নাহিদ সিরাজী নিম্মি :: মানুষের হাসির সৌন্দর্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে সাদা দাঁত; আর সেই দাঁতRead More
ত্বক ফর্সায় ৫টি উপায়
নাহিদ সিরাজী নিম্মি :: নারীদের কাছে খুব পছন্দের কাজ হলো, তাদের ত্বকের যত্ন নেওয়া। কিন্তুRead More