সুনামগঞ্জের উন্নয়নে হাওর তরী নৌকায় ভোট দিন—– সুয়েবুর রহমান সুয়েব

হাওর ঘেরা সুফি-বাউলের শ্রেষ্ঠ জনপদ সুনামগঞ্জ। সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে জননন্দিত নেতা, সাবেক মেয়র মরহুম আয়ুব বখত জগলুলের স্নেহভাজন ছোট ভাই সুযোগ্য উত্তরসুরী নাদের বখত এর হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী ধরণিকন্যা শেখ হাসিনা।
হাওরবাসীর আশা ভরসার একমাত্র ঠিকানা শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে নৌকার সমর্থনে ৯ জানুয়ারী শনিবার দিনব্যাপি নৌকায় ভোট চেয়ে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসট্যান্ড, পুরাতন জেল রোড, নতুনপাড়া, বাঁধন পাড়া, হাজী পাড়া, হাছন নগর, কালীবাড়ী সহ বিভন্ন পাড়া-মহল্লা, অলি- গলি, বাসা-বাড়ি, বিপণী বিতান, চায়ের দোকান, মুদি দোকান এবং শহরের বিভিন্ন স্থানে পথ সভা ও গণসংযোগ করেন সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।
পথসভা ও গণসংযোগে প্রভাষক সুয়েব বলেন, বঙ্গবন্ধুর নৌকা দেশের মানুষের উন্নয়নের প্রতীক। নৌকার জোয়ার উঠেছে, নৌকাকে ধাবিয়ে রাখা যাবেনা। শেখ হাসিনার সরকার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপন, হাওরের রাস্তা-ঘাট, সেঁতু, স্কুল, কলেজ, মাদ্রাসা সরকারিকরণ, মসজিদ, গোরস্থান, মন্দির, শ্মশান-ঘাট, গীর্জা, খেলার মাঠ নিরমান ও প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করে জননেতরি শেখ হাসিনা হাওরবাসীর মণি কোটায় স্থান করে নিয়েছেন, যা ইতিহাস হয়ে থাকবে। এ জন্যই শেখ হাসিনার সরকার, সবসময় দরকার। নৌকায় ভোট দিয়ে টেকসই, উন্নত ও সোনার বাংলাদেশ গড়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য জনগণের কাছে উদাত্ত আহবান জানান।
মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েবের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করে সহযোগিতা করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রিয়াদ তালুকদার, জয় কান্তি দে, আদিত্য চক্রবর্তী, রনি নাগ, সিলেট মহানগর যুবলীগ নেতা ফারুখ আহমেদ মনি, পৌরসভার কর্মকর্তা লিটন রায়, ব্যবসায়ী সজল দাস, রবিউল, কাজল, কবির উদ্দিন, মিন্টু মিয়া প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ গ্রহণ করেন।
Related News

সুনাগঞ্জের জনতার মেয়র নাদের বখত্-কে আ’লীগ নেতা সুয়েবের অভিনন্দন
শস্য, মৎস্য ও শিল্পনগরী সুনাগঞ্জের কৃতিসন্তান সাবেক মেয়র জননেতা মরহুম আয়ূব বখত্ জগলুলের সুযোগ্য উত্তরসুরীRead More

সুনামগঞ্জ পৌরসভায় নাদের বখত বিজয়ী
সংবাদদাতা : সুনামগঞ্জ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে। পৌরসভা নির্বাচনেRead More