সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব জগন্নাথ বনিক

সংবাদদাতা :
হাওরের জেলা সুনামগঞ্জের ৮৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সচিব নির্বাচিত হয়েছেন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের সচিব জগন্নাথ বনিক। হাওর রক্ষা বাঁধ নির্মাণে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে নির্বাচিত হন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের সচিব জগন্নাথ বনিক’র হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো. আল মুক্তাদির হোসেন, সহকারী কমিশনার মো. রিফাতুল হক প্রমুখ।
Related News

সুনাগঞ্জের জনতার মেয়র নাদের বখত্-কে আ’লীগ নেতা সুয়েবের অভিনন্দন
শস্য, মৎস্য ও শিল্পনগরী সুনাগঞ্জের কৃতিসন্তান সাবেক মেয়র জননেতা মরহুম আয়ূব বখত্ জগলুলের সুযোগ্য উত্তরসুরীRead More

সুনামগঞ্জ পৌরসভায় নাদের বখত বিজয়ী
সংবাদদাতা : সুনামগঞ্জ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে। পৌরসভা নির্বাচনেRead More