সন্তানরা খোঁজ নেন না, সম্পত্তি লিখে দিলেন পোষা কুকুরের নামে!

সন্তানরা কেউই ভাল ব্যবহার করে না। আর তাই তাদের কাউকে সম্পত্তি না দিয়ে নিজের পোষা কুকুর এবং দ্বিতীয় স্ত্রীকেই পুরো সম্পত্তি দিয়ে দিলেন ভারতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা। এই সম্পদের মধ্যে রয়েছে ২১ একর জমিও। পেশায় কৃষক ওই ব্যক্তির এমন কীর্তি সম্প্রতি সামনে এসেছে। যা জানতে পেরে রীতিমতো অবাক স্থানীয়রাই।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন ওমনারায়ণ? তিনি জানান, সন্তানেরা কেউই তার দেখভাল করেনি। তার দ্বিতীয় স্ত্রী এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে। তাছাড়া তাঁর মৃত্যুর পর জ্যাকির দেখভালও কেউই করত না। তাই এই সমস্ত কিছুই ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, গ্রামের পঞ্চায়েত প্রধান এই প্রসঙ্গে জানান, ‘ছেলেমেয়েদের সঙ্গে ওই ব্যক্তির ঝামেলা চলছিল। তাই হঠকারিতায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওই ব্যক্তির সঙ্গে কথাও বলেছি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের অনেকেই অবাকও হয়েছেন।
Related News

বিশ্বের বৃহত্তম ডাইনোসর
অনলাইন ডেস্ক : সম্প্রতি ৯৮ মিলিয়ন বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান পেয়েছেন আর্জেন্টিনার প্যালিওন্টোলজিস্টরা।Read More

পায়ে হেঁটে ১৬৬০ ফুট উঁচু পাহাড়ে পাবনার তিন বছরের শিশু
অনলাইন ডেস্ক : পায়ে হেঁটে বান্দরবনের ১৬৬০ ফুট উচ্চতার মারায়ন তং পাহাড়ে উঠে সবাইকে হতবাকRead More