দক্ষিণ কুশিঘাটে ব্যাটমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট ৩য় সানরাইজ স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ ডিসেম্বর শুক্রবার রাতে কুশিঘাট বালু মাঠে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
বিশিষ্ট মুরব্বী আব্দুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মা কেমিক্যাল কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, জাতীয় পার্টির নেতা আলী হোসেন সরকার, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আলম, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, সমাজসেবক নাজমুল হোসেন বাদল, সাবেক ফুটবলার হারুনুর রশীদ, দক্ষিণ কুশিঘাট উদয়ণ সমাজকল্যাণ সংঘের সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক এমরান আহমদ, সামজসেবী জহির উদ্দিন কুনু।
অন্যান্যের মধ্যে উপস্থিত সিলেট মহানগর যুবলীগ নেতা রঞ্জন দে, এস.আর শাওন ও জাকির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ শাকিল, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকের আহমদ, ইয়ামিন, আলমগীর, মিফতা উল ইসলাম, ছাইদুল ইসলাম বাবলু, সানরাইজ স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজন আহমদ, সাধারণ সম্পাদক রনি আহমদ, ক্রীড়া সম্পাদক আবির আহমদ, প্রচার সম্পাদক হিমেল আহমদ, সদস্য পিপলু, রিফাত, মামুন, সাব্বির, মারুফ প্রমুখ।
ফাইনাল খেলায় হিমেল আরিফ জুটিকে পরাজিত করে জাবেদ রাজন জুটি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সানি আহমদ। সহকারী জুয়েল আহমদ।
পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য মুশফিক জায়গীরদার বলেন, খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ অন্যায় অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরী হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন। সরকারের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে যুব সমাজকে ভাল খেলোয়াড় হওয়ার লক্ষ্যে খেলায় মনোযোগী হওয়ার আহবান জানান।
Related News

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন রিপোর্ট : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশRead More

মাঠে ফিরেই বাংলাদেশের জয়
অনলাইন ডেস্ক রিপোর্ট : করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। সাকিব-হাসান-মুস্তাফিজের বোলিংRead More