চুনারুঘাটে গণপাঠাগারের যুগপুর্তি উৎসব

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আলোর বাতিঘর খ্যাত পদক্ষেপ গণ পাঠাগারের এক যুগ পূর্তিতে সাইক্লিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় পাঠাগার প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও সরকারের উপ সচিব মোস্তফা মোর্শেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
এস এম মিজানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, অধ্যাপক জাহানারা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দিন ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রুবেল, কবি ও লেখক এস এম তাহের খান, সাহিত্য সংস্কৃতি পরিষদের আহবায়ক বিদ্যুৎ পাল, সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লংলা ডিগ্রী কলেজের অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল। এতে পাঠাগারের সাবেক ও বর্তমান সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সেক্রেটারিসহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে বিকেলে পাঠাগারের যুগপূর্তিতে সাইক্লিং র্যালী শহরের বিভিন্ন প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে পাঠাগার মঞ্চে এ আলোচনা সভা আয়োজন করে।
চুনারুঘাটে একদল মেধাবী শিক্ষার্থীরা ২০০৮ সালে সকলের ঘরে আলো ছড়ানোর লক্ষে পদক্ষেপ গণ পাঠাগার নামে এই মুক্ত পাঠশালা প্রতিষ্ঠা করে। স্বপ্নের এই পদক্ষেপ গণ পাঠাগার দীর্ঘ এক যুগে চুনারুঘাটে শহরের পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোর বাতিঘর খ্যাত হিসাবে জনপ্রিয়তা লাভ করে।
Related News

মুড়ারবন্দ দরবার শরীফে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল
‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত’ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদRead More

হবিগঞ্জ জেলা ছাত্র দলের সহ-সভাপতি জুসেফের অকাল মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ সংবাদদাতা : হবিগঞ্জ জেলা তথ্য ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রভাষক সাদিরুজ্জামান খান জুসেফ (৩৩) ভারতেরRead More