তিমির বমিতে রাতারাতি কোটিপতি জেলে

তিমির বমি পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন থাইল্যান্ডের এক জেলে । এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নারিস নামে ওই জেলে প্রথমে তিমির বমিকে সাধারণ পাথরের টুকরো ভেবেছিল। কিন্তু এটির আসল দাম প্রায় ২৪ লাখ পাউন্ড বা ২৭ কোটি ১০ লাখ টাকা। এটির ওজন প্রায় ১০০ কেজি। এখন পর্যন্ত পাওয়া অ্যাম্বারগ্রিসের বৃহত্তম টুকরো এটাই।
নারিস নামে ওই জেলের মাসিক আয় ছিল ৫০০ পাউন্ড বা ৫ লাখ ৬৪ হাজার টাকা। তিনি কখনই ভাবতে পারেননি যে তার ভাগ্যে কোনোদিন জুটবে ২৭ কোটি টাকা। নারিস জানিয়েছে, এক ব্যবসায়ী তাকে ওই তিমির বমির জন্য ২৭ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে নারিস এই অ্যাম্বারগ্রিসের সুরক্ষার কথা ভেবে পুলিশকেও জানাবেন বলে জানা গিয়েছে।
বৈজ্ঞানিক ভাষায় তিমির এই বমিকে অ্যাম্বারগ্রিস বলে। এটি তিমির দেহ থেকে নির্গত বর্জ্য যা তিমির অন্ত্র থেকে বেরিয়ে আসে। কখনও এটি প্রাণীটির মলদ্বার দিয়ে বেরিয়ে আসে, আবার কখনও পদার্থটি বড় হয়ে গেলে তিমি মুখ দিয়ে তা বাইরে বের করে দেয়।
অ্যাম্বারগ্রিস আসলে একটি শক্ত ও মোমের মতো জ্বলনীয় পদার্থ। সাধারণত, তিমি সৈকত থেকে অনেক দূরে থাকে, তাই তাদের দেহ থেকে এই উপাদানটি সমুদ্র সৈকতে পৌঁছাতে অনেক বছর সময় লাগে।
Related News

উদ্ধার হলো ৫০০ বছরের পুরানো চিত্রকর্ম
অনলাইন ডেস্ক : ৫০০ বছরের পুরনো একটি চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে ইতালির একটি ফ্ল্যাট থেকে।Read More

সবার জন্য নিরাপদ নয় ভারতের কোভ্যাকসিন
অনলাইন ডেস্ক : যে সব নারী গর্ভবতী এবং যারা সন্তানদের স্তন্যপান করাচ্ছে তাদের কোভ্যাকসিনের ডোজRead More