নারী শিক্ষা প্রসারে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ অবদান রেখে যাচ্ছে—— শফি আহমদ চৌধুরী

লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফি আহমদ চৌধুরী বলেছেন, এই অঞ্চলের নারী শিক্ষা প্রসারের জন্য আমি কলেজটি প্রতিষ্ঠা করেছি। মাত্র ১১জন শিক্ষার্থী নিয়ে এই কলেজের যাত্র শুরু হয়। বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা ২,৫০০ জন। প্রতি বছর এ কলেজ থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকুরী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। প্রতি বছর ৬ শতাধিক শিক্ষার্থী কৃতিত্বের সাথে ডিগ্রি পাস করেন। কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার কারণে কয়েকটি উপজেলা ছাত্রীরা লেখাপড়ার সুযোগ পেয়েছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া মনোযোগী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের আহবান জানান।
তিনি ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এইচ.এস.সিতে অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মধ্যে বই ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও বিএমএ’র কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ডাঃ শামীমুর রহমান, অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম এরশাদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজে সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, তাপতি রায়, আবু হানিফ, রুম্মান উদ্দিন, বিপিএড মাহবুবা খানম চৌধুরী, প্রদর্শক সাদেকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থীদের বই ও ড্রেস বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও বিএমএ’র কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ডাঃ শামীমুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ১০ জন দরিদ্র শিক্ষার্থীকে নগদ অনুদান প্রদান করা হয়।
Related News

উদ্ধার হলো ৫০০ বছরের পুরানো চিত্রকর্ম
অনলাইন ডেস্ক : ৫০০ বছরের পুরনো একটি চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে ইতালির একটি ফ্ল্যাট থেকে।Read More

সবার জন্য নিরাপদ নয় ভারতের কোভ্যাকসিন
অনলাইন ডেস্ক : যে সব নারী গর্ভবতী এবং যারা সন্তানদের স্তন্যপান করাচ্ছে তাদের কোভ্যাকসিনের ডোজRead More