কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা

সংবাদদাতা :
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে উপজেলার বিভিন্নস্থানে মাস্কসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনে সপ্তাহব্যাপী পৃথক পৃথক মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী অফিসারের নেতৃত্বে কুলাউড়া শহরস্থ চৌমুহনী, কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ, ব্রাহ্মণবাজার ও উত্তরবাজারে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ব্যক্তি পর্যায়ে ৩০ জনকে অর্থদন্ড করে ২৪ হাজার ৮ শত টাকা আদায় করা হয়।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে বরমচাল, ভাটেরাবাজার, ব্রাহ্মণবাজার, রবিরবাজার ও কুলাউড়া শহরে পৃথক অভিযান পরিচালনা করে একই অপরাধে ব্যক্তি পর্যায়ে ৬৭ জনকে অর্থদন্ড করে ২৮ হাজার ৯ শত টাকা আদায় করা হয়। উভয় অভিযানে কুলাউড়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ গ্রহন করেন। ইউএনও ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Related News

বিআরটিসি বাস ভাংচুরের প্রতিবাদে ও বিআরটিসি বাস দ্রুত চালুর দাবিতে মৌলভীবাজারে মানবন্ধন
সিলেটে হবিগঞ্জ এক্সপ্রেস এর শ্রমিকদের হামলায় বি আর টিসি বাস ও কাউন্টার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধনRead More

কমলগঞ্জে সেক্রিফাইস গ্রুপ পতনউষর শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জে সেক্রিফাইস গ্রুপ পতনউষর উদ্যোগে অসহায় মানুষ ও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ২৬Read More