মর্গে হঠাত্ উঠে বসল ‘মৃত’

হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণার পর দেহটি রাখা হয়েছিল মর্গে।তার দেহ সমাহিত করার প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু সেই রোগী হঠাত্ জেগে উঠল মর্গে। এতে মর্গে উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল।
এরকম উদ্ভট ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। মর্গে জেগে উঠা নামে ৩২ বছর বয়সী ওই যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছিলেন। পরে তিনি জেগে উঠায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে।
জানা যায়, চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণার পর ওই যুবকের ডান পায়ে ফুটো করছিলেন মর্গের কর্মীরা। ফুটো দিয়ে মরদেহে ফরমালিন প্রবেশ করানোর চেষ্টা করছিলেন তারা। ঠিক সেসময়েই যন্ত্রণায় কঁকিয়ে উঠেন ওই যুবক। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেন তিনি। হয়ে উঠেন সুস্থ।
প্রথমে কেনিয়ার কেরিচো কাউন্টিতে কাপকাটেট হাসপাতালে নিয়ে আসা হয়েছিল পিটারকে। সেখানে চিকিত্সকরা একের পর এক পরীক্ষা নিরীক্ষার পরও তাঁর শরীরে প্রাণ খুঁজে পাননি। এরপরে তাকে মৃত ঘোষণা করা হয়। তার দেহ পাঠানো হয় মর্গে। সেখানেই তার দেহ থেকে রক্ত বের করে ফরমালিন দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মর্গের কর্মীরা।
Related News

পায়ে হেঁটে ১৬৬০ ফুট উঁচু পাহাড়ে পাবনার তিন বছরের শিশু
অনলাইন ডেস্ক : পায়ে হেঁটে বান্দরবনের ১৬৬০ ফুট উচ্চতার মারায়ন তং পাহাড়ে উঠে সবাইকে হতবাকRead More

সাহারায় তুষারপাত
অনলাইন ডেস্ক : বিচিত্র তুষারপাতের সাক্ষী হলো সাহারা মরুভূমি! আফ্রিকা ও মধ্য প্রাচ্যের মরুভূমিতে এমনRead More